আইইউডি

আইইউডি কখনোই শরীরের বিভিন্ন অংশে ঘুরে বেড়াতে পারে না। নগন্য ক্ষেত্রে জরায়ুর দেয়াল ভেদ করে পেটের মধ্যে আসতে পারে। এটা জরায়ুর ভিতরে আইইউডির ধীর গতিতে চলাচলের জন্য নয়, বরং সম্ভবত আইইউডি পরানোর সময় প্রয়োগকারীর ভুলের জন্য হয়ে থাকে।
না, আইইউডি খুলে ফেলার পর একজন মহিলা সহজেই গর্ভবতী হতে পারেন।
না, আমাদের দেশের নীতিমালা অনুযায়ী আইইউডি গ্রহণকারীর অবশ্যই কমপক্ষে ১টি জীবিত সন্তান থাকতে হবে।
হ্যাঁ, যদি হাসপাতালে প্রসব হয় এবং যিনি আইইউডি প্রয়োগ করবেন তার এ ব্যাপারে সঠিক প্রশিক্ষণ থাকে, তবে স্বাভাবিক প্রসবের পরপরই এবং সিজারিয়ান আপারেশনের সময় আইইউডি প্রয়োগ করা যায়।
যদি উপযুক্ত ও সুস্থ গ্রহীতাকে সঠিকভাবে আইইউডি পরানো হয় তাহলে সংক্রমণের ঝুঁকি খুব কম থাকে এবং এন্টিবায়টিকের প্রয়োজন পড়ে না।
হ্যাঁ, যদি মহিলার কমপক্ষে ১টি জীবিত সন্তান থাকে এবং শারীরিক উপযুক্ততা থাকে, তাহলে আইইউডি পরানোর জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন কোন বয়স নেই।
হ্যাঁ, যদি মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে, মহিলা গর্ভবতী নন এবং তার কোন সংক্রমণ না থাকে, তবে সেবাকেন্দ্রে আরেকবার আসার কোন কারণ নেই। পুনরায় আসা তার জন্য অসুবিধাজনক হতে পারে। আবার আইইউডি পরতে পুনরায় আসার আগেই সে গর্ভবতী হয়ে যেতে পারে।
হ্যাঁ, ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রির অবস্থায় থাকলে আইইউডি পরানো যাবে, তবে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রিত নেই আইইউডি তাদের জন্য নিরাপদ নয়। কারণ এ সকল মহিলার সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। এসব গ্রহীতাদের যৌনবাহিত রোগ বা অন্য কোন সংক্রমণের কোন সম্ভাব্য চিহ্ন লক্ষ্য করলে সেবাদানকারীর সাথে পরামর্শ করা উচিত, বিশেষত আইইউডি পরার পরপরই যদি সংক্রমণ দেখা দেয়।
না, বিরতির কোন প্রয়োজন নেই। মেয়াদ উত্তীর্ণ (১০ বছর) হবার পর আইইউডি খোলার পরপরই নতুন একটি আইইউডি পরানো যাবে।
সাধারণত না, যদিও কখনও কখনও পুরুষ সঙ্গী সুতা অনুভব করতে পারে। এটা যদি সমস্যার সৃষ্টি করে তাতে সুতা ছোট করে কেটে দিয়ে সমস্যার সমাধান করা যেতে পারে। তবে এক্ষেত্রে মহিলাকে আগেই বলতে হবে যে তিনি আর সুতা অনুভব নাও করতে পারেন। যদি আইইউডি জরায়ুর মুখ দিয়ে নিচে নেমে আসে তবে তা যৌনমিলনের সময় পুরুষ সঙ্গীর জন্য অস্বস্থিকর অবস্থার সৃষ্টি করে বলে একজন মহিলা যদি সন্দেহ করেন, তবে সঙ্গে সঙ্গে সেবাদানকারীর পরামর্শ নেয়া উচিত।
আইইউডি গর্ভপাত করে না। আইইউডি নিষিক্তকরণ প্রক্রিয়াকে বাধা দেয়। সুতরাং এটি পুরোপুরিভাবে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।
প্রজননতন্ত্রের উপরের অংশে সংক্রমণের ঝুঁকি বাড়ানোর ক্ষেত্রে আইইউডি কোন প্রভাব ফেলে না। সঠিকভাবে গ্রহীতা বাছাই না করা হলে এবং সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা সঠিকভাবে মানা না হলে তলপেটে প্রদাহের ঝুঁকি বাড়তে পারে।