জরুরী গর্ভনিরোধক

মাসিকচক্রের সাধারণত কোন পরিবর্তন হয় না, তবে কারো কারো মাসিক কয়েকদিন আগে বা পরে হতে পারে।
বুদ্ধিমান লোকদের তো একবারও ব্যবহার করা উচিৎ নয়। তবে গ্রহীতার চাহিদা অনুযায়ী ব্যবস্থা দেওয়া যেতে পারে।
হ্যাঁ। কোন মহিলার ক্ষেত্রে কোন দিনটি নিরাপদ তা নির্ণয় করা কঠিন।
কোন প্রয়োজন নেই। পরিকল্পিত সহবাসে অন্যসব নিয়মিত পদ্ধতিই উত্তম। এটি শুধুমাত্র অরক্ষিত সহবাসের পরে ব্যবহার করতে হবে। তবে সহবাসের পরে ব্যবহারে যতটুকু কার্যকর সহবাসের ঠিক পূর্বে ব্যবহারেও তেমনি কার্যকর।
প্রথম সহবাস থেকে ৭২ ঘন্টার মধ্যে যতগুলো সহবাস হবে তাদের বিরোদ্ধে কাজ করবে বলে ধারণা করা হয়।
বৈজ্ঞানিক বিশ্লেষণ ও বস্তুনিষ্ঠ অভিজ্ঞতায় দেখা গেছে গর্ভস্থ শিশুর উপর এর সাধারণত কোন ক্ষতিকর প্রভাব নেই।
কোন কোন গবেষণায় দেখা গেছে যে, অরক্ষিত সহবাসে ১২০ ঘন্টার (৫ দিন) মধ্যে ২টি জরুরী গর্ভনিরোধক বড়ি খেলেও কার্যকর হয়। গ্রহীতার উৎকণ্ঠা ও একটি অপরিকল্পিত গর্ভধারণের পরিণতি চিন্তা করে সেবা প্রদানকারী গ্রহীতাকে ১২০ ঘন্টার মধ্যে ২টি বড়ি সেবনের পরামর্শ দিতে পারেন। তবে, বাংলাদেশ সরকারি কার্যক্রমে এই নীতিমালা এখনও গ্রহণ করা হয় নি।
বড়ি গ্রহণ করার পর থেকে ২ ঘন্টার মধ্যে বমি হয়ে গেলে, আবার ঐ ডোজ খেতে হবে এবং ২য় ডোজ খাওয়ার ১ ঘন্টা পূর্বে ১টি বমি প্রতিরোধক ঔষধ খেয়ে নিতে হবে।